স্টাফ রিপোর্টার, বাঘা:
রাজশাহীর বাঘায় নিজ বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ করতে গিয়ে র্যাবের হাতে আটক হয়েছেন খোদ বাড়ির মালিক। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হাবাসপুর গ্রাম থেকে বাড়ির মালিক শফিকুল ইসলামকে এক গুচ্ছ গাঁজার গাছ সহ তাকে আটক করেন রাজশাহী র্যাব-৫। অপর দিকে বাঘার পদ্মার চরাঞ্চলের কিছু বাড়িতে গোপন অনুসন্ধান চালালে এই অবস্থার চিত্র খুজে পাওয়া যাবে বলে জানান, স্থানীয় বেশ কিছু লোকজন।
র্যাব সূত্রে জানা গেছে, রাজশাহীর বাঘা উপজেলার হাবাসপুর নামক এলাকায় নিজ বাড়ীর আঙ্গিনায় টিন দিয়ে ঘিরে অবৈধ মাদকদ্রব্য গাঁজার গাছ রোপণ করে পরিচর্যা করে আসছিলেন শফিকুল ইসলাম। তবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর একটি চৌকস দল সেখানে অভিযান পরিচালনা করেন।
এরপর বাড়ির মালিক মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম (৫০) কে তারা আটক করেন এবং তার বসতবাড়ীর পূর্ব-উত্তর কোণে টিন দিয়ে ঘেরা অবস্থায় সাতটি গাঁজার গাছ উদ্ধার করেন।
নাম প্রকাশ না করার সর্তে স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, শফিকুল ইসলাম দীর্ঘদিন যাবত লোক চক্ষুর আড়ালে নিজ বসতবাড়ীর আঙ্গীনায় গাঁজার গাছ চাষ করে আসছে এবং গাঁজার পাতা রোদে শুকিয়ে সে খুচরা এবং পাইকারি ভাবে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছে। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলেও উল্লেখ করেন তারা।
লোকজন আরো জানান, বাঘার পদ্মার চরাঞ্চলের কিছু বাড়িতে এমনি ভাবে গাঁজার চাষ হয়ে থাকে। যা অনুসন্ধান চালালে বেরিয়ে আসবে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।